odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মেক্সিকোতে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২৩ ২১:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২৩ ২১:৫৪

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে মেক্সিকো থেকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। 

মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এসব অভিবাসীরা অপহৃত হয়েছিলেন।

 

অধিকাংশ অপহৃতরা এল সালভাদর, হন্ডুরাস, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পেরু, নেপাল, বাংলাদেশ, কিউবা, কলম্বিয়া, ব্রাজিল ও আফগানিস্তানের। তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, পুলিশের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের সঙ্গে অপরাধ করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জন হন্ডুরান নাগরিক।

 



আপনার মূল্যবান মতামত দিন: