odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফিলিস্তিনি স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২৩ ২২:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২৩ ২২:১৪

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।রোববার স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা 'কোগাট' এক বিবৃতিতে জানায়, বেথেলহাম থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত স্কুল ভবনটি 'অবৈধভাবে' নির্মাণ করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, 'পড়াশোনা বা পরিদর্শনের জন্য সেখানে যাওয়া সবার জন্যই ভবনটি বিপজ্জনক হিসেবে প্রতীয়মান হওয়ায় ইসরায়েলি আদালতের নির্দেশে ভবনটি ধ্বংস করা হয়েছে।'

এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্কুল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা এক টুইটে জানানো হয়, স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা রীতিমতো আতঙ্কের এবং এতে ৬০ ফিলিস্তিনি শিশু ক্ষতির শিকার হতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন: