odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চীনের গোপন মহাকাশযান ফিরল ৯ মাস পর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ২০:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ২০:০৫

দীর্ঘ ২৭৬ দিন কক্ষপথে থাকার পর মনুষ্যবিহীন চীনা গোপন একটি মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছে।  চীনের উত্তর-পশ্চিমের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ ঘাঁটিতে গতকাল সোমবার অবতরণ করে মহাকাশযানটি । 

কক্ষপথে মহাকাশযানের ৯ মাসের দীর্ঘ যাত্রা এবং সফলভাবে ফিরে আসাকে পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির ওপর চীনের গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

মহাকাশযানটি আসলে কী ছিল, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যানটি কতটা উঁচুতে উড়েছে, এমনকি যানটি কোথায় গিয়েছিল– এসব তথ্য গোপন রাখা হয়েছে। ২০২২ সালের আগস্টে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: