odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

তিউনিসিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:০৯

তিউনিসিয়ার এক পুলিশ কর্মকর্তার চালানো বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। পরে সেখানে পাল্টা অভিযানে হামলাকারীও নিহত হয়েছেন।

মঙ্গলবার সিনাগগে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। হামলাকারী বাদে নিহত হওয়া চারজন হলেন, ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য।  জেরবা দ্বীপের ঘরিবা সিনাগগে এ হামলায় আরও চার দর্শনার্থী এবং পাঁচ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। 

এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই উপাসকের পরিচয় পেয়েছে। তাদের একজন তিউনিশিয়ার নাগরিক। তার বয়স ৩০ বছর। অপরজন ফরাসি নাগরিক। তার বয়স ৪২ বছর। কিন্তু মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করেনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: