odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

পরপারে ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:১৪

ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি মারা গেছেন। গতকাল সোমবার রাতে সাও পাওলোর নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রিটা লি ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, সুরকার এবং ট্রেলব্লাজিং ব্যান্ড ওস মিউট্যান্টেসের প্রতিষ্ঠাতা। তুমুল জনপ্রিয় এই রকস্টার ছিলেন নারীবাদী আইকন। ছয় দশকের ক্যারিয়ারে তার সাড়ে পাঁচ কোটিরও বেশি ক্যাসেট ও সিডি বিক্রি হয়েছে। 

২০২১ সালে রিটা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে ব্রাজিলের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ব্রাজিলিয়ান রক গায়ক পিটি টুইটে লিখেছেন, তার মৃত্যুর খবরে আমি মুষড়ে পড়েছি। দ্য গ্রেটেস্ট আমাদের ছেড়ে চলে গেছেন… রিটা লির মতো কেউ আর আসবেন না। 

ব্রাজিলের সংস্কৃতিমন্ত্রী, গায়ক ও সুরকার মার্গারেথ মেনেজেস তাকে একজন 'বিপ্লবী নারী' হিসেবে অভিহিত করেছেন। 


আপনার মূল্যবান মতামত দিন: