odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ছাদ ফুটো করে ঘরে পড়ল উল্কাপিণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২৩ ০২:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২৩ ০২:৪৬

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে ছাদ ফুটো করে ঘরের মেঝেতে পড়া ধাতব বস্তুটি একটি উল্কাপিণ্ড।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বিশেষজ্ঞরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার নিউজার্সির হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে দুই দশমিক দুই পাউন্ড ওজনের বস্তুটি পড়ে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা দিকে ঘরের এক কোণে এটি দেখতে পান বাসিন্দারা। বড় আলুর আকৃতির বস্তুটি নিয়ে তাঁরা দ্বন্দ্বে পড়ে যান। বিষয়টি জানাজানি হলে বিশেষজ্ঞরা শনাক্তের চেষ্টা শুরু করেন।

দেখতে কালো রঙের ধাতব বস্তুটি নিয়ে গবেষণায় নামেন মার্কিন বিশেষজ্ঞরা। বস্তুটির বাহ্যিক আকৃতি, ঘনত্ব পরিমাপ ও ইলেকট্রনিক মাউক্রোস্কোপ ব্যবহার করে চালানো হয় জোর পরীক্ষা-নিরীক্ষা। অবশেষে জানা যায়, বস্তুটি পৃথিবীর নয়। এটি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড।



আপনার মূল্যবান মতামত দিন: