odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

'মিয়ানমারে ঘূর্ণিঝড় 'মোকায় অন্তত ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ May ২০২৩ ০৩:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ May ২০২৩ ০৩:৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোকা। রোববার মোকার প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এদিকে ক্যানবেরা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের উদ্ধারকারী দল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা তাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে। 

 

মিয়ানমারের আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা আজ বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।



আপনার মূল্যবান মতামত দিন: