odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তুরস্কে চলছে ভোট গণনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ May ২০২৩ ০৩:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ May ২০২৩ ০৩:৫৩

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত ভোটকেন্দ্রে কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হয়। রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিপরীতে লড়াই করছেন বিরোধী নেতা কামাল কুলুচদারুলু।

নির্বাচনের প্রাথমিক ফলাফল রবিবারের পরে আশা করা হলেও চূড়ান্তভাবে আনুষ্ঠানিক ফল নিশ্চিত হতে তিন দিন সময় লাগতে পারে।

প্রথম রাউন্ডে একজন প্রার্থীকে সরাসরি জিততে হলে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন। যদি কেউ ৫০ শতাংশ অতিক্রম না করে, তবে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পরে রান-অফের মধ্যে মুখোমুখি হবেন। আর সেই ভোট আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: