odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ May ২০২৩ ০২:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ May ২০২৩ ০২:১০

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের ভিক্টোরিয়া-জারাগোজা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার পর ট্রেলার বহনকারী ট্রাকটিকে সেখানে দেখতে পাননি।

 

তামাউলিপাস প্রসিকিউটের কার্যালয়ের একটি সূত্র জানায়, ট্রাকের চালক পালিয়ে গেছেন নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন সে বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি।

ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে শিশুরাও ছিল উল্লেখ করে ওই সূত্র জানায়, ঘটনাস্থলে মেক্সিকোর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় নিহত সবাই মেক্সিকোর নাগরিক।



আপনার মূল্যবান মতামত দিন: