odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সড়কে আইনের বাস্তবায়ন জরুরী: ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ May ২০২৩ ০৫:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ May ২০২৩ ০৫:০০

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা ১০টি সংগঠনের জোট ‘রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দুঃখজনক হলেও সত্য আমাদের আইনি কাঠামোতে আমরা যানবাহনের সর্বোচ্চ গতিসীমার বিষয়টি এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আইন ও বিধির এ অভাব দ্রুত পূরণ করা জরুরি। যথাযথভাবে আইন বাস্তবায়ন হলে দেশের সড়কগুলো অধিকতর নিরাপদ হয়ে উঠবে।

প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সদস্য দেশগুলো বিশ্বব্যাপী রোড সেফটি সপ্তাহ পালন করছে। আগামী ২১ মে পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে রোড সেফটি সপ্তাহ পালন করবে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই যাতায়াত’। 



আপনার মূল্যবান মতামত দিন: