odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রবাসীদের ভোটদান শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৫০

দ্বিতীয় ধাপে গড়ানো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছেন দেশটির প্রবাসীরা। শনিবার (২০ মে) দেশের বাইরে থাকা তুর্কিদের ভোটদান শুরু হয়। ভোটাররা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিচদারোগলুর মধ্যে একজনকে বেছে নেবেন। 

এর আগে ১৪ মে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে।

মোট ৬ কোটি ৪০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৩৪ লাখ প্রবাসী ভোট দিতে পারবেন। আগামী বুধবার পর্যন্ত তাঁরা আগাম ভোট দেবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: