odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকায় অবৈধ স্থাপনা থাকবে না: ডিসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৫:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৫:০৫

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ঢাকা শহরের নদীর দুপাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। প্রত্যেকটি উচ্ছেদ করা হবে। যারা এগুলো করছেন, তারা নিজেরা ভুল করছেন। 

ঢাকা জেলা প্রশাসকের সভাকক্ষে সোমবার ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অবৈধ ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় অবৈধ ভূমি দখলকারীদের ব্যাপারে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করার জন্য তিনি সবার সহায়তা চেয়েছেন।

২২-২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এ কার্যক্রমে নানাবিধ কর্মসূচি নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ উপলক্ষে সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আলোচনা সভা, সেমিনার, র্যালি করা হবে। 

এসব কার্যক্রমের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানাবিধ উদ্যোগের ব্যাপারে জনগণকে সচেতন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: