odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মোদির অটোগ্রাফ চাইলেন বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, আমার উচিত আপনার অটোগ্রাফ নেওয়া।  জাপানে জি৭ সম্মেলনে যোগ দিয়ে দেখা হয় এই দুই রাষ্ট্রপ্রধানের। কীভাবে যে এত বিপুল মানুষকে মুগ্ধ করতে পারেন আপনি।

মূলত মোদির জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করেই অটোগ্রাফ চেয়েছেন বাইডেন। সম্মেলনে মোদিকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন স্বয়ং বাইডেনই। এদিকে বাইডেনকে এগিয়ে আসতে দেখে আসন ছেড়ে উঠে পড়েন মোদি। দু’জনে আলিঙ্গনাবদ্ধ হন। জি৭-এর পাশাপাশি কোয়াড সম্মেলনেও উপস্থিত ছিলেন মোদি ও বাইডেন।

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। গুজরাটের স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক কীভাবে মোদিকে অভিবাদন জানিয়েছিলেন, সে কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

 


আপনার মূল্যবান মতামত দিন: