odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

গাসিক নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ May ২০২৩ ০০:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ May ২০২৩ ০০:১৩

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে উত্তেজনার কমতি নেই। এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আজমত উল্লা খান। তবে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি ও জায়েদা খাতুন নানা অভিযোগ তুলেছেন। 

এদিন সকালে ভোট শুরুর পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। 

শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশনের ভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সিটি করপোরেশেনের ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন: