odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নির্বাচন সুষ্ঠু হয়েছে:আজমত উল্লাহ খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ May ২০২৩ ০০:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ May ২০২৩ ০০:৪৩

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান পরাজয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, পরাজয় মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে। আজ শুক্রবার (২৬ মে) নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । 

আজমত উল্লাহ খান বলেন,নির্বাচন সুষ্ঠু হয়েছে।তিনি বলেন, কিছু ত্রুটি ছিলো ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। আমি রায় মেনে নিয়েছি। তবে অন্য কেউ পরাজিত হলে রায় কি মেনে নিতো কি না-সেই প্রশ্নও রেখেছেন তিনি।

পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের জন্য কি কি কারণ ছিলো তা জানানো হবে। বিজয়ী মেয়র  জায়েদা খাতুন আপনার সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন,  কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: