odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ধারাভাষ্যকার হিসেবে ফিরছেন সানিয়া মির্জা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৭ May ২০২৩ ২১:১০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৭ May ২০২৩ ২১:১০

খেলা থেকে অবসর নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে খেলা থেকে অবসর নিলেও টেনিসকে ভুলছেন না। আসছে ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। ফিরছেন ধারাভষ্যকার হিসেবে।

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: