odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

খাদ্য সংকটের মুখে পাকিস্তান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ০০:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ০০:২১

পাকিস্তান সামনে  ভয়াবহ খাদ্য সংকট পরবে। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে, তাহলে সামনের মাসগুলোতেই খাদ্য নিরাপত্তা ভয়াবহ আকার ধারণ করবে। 

সোমবার জাতিসংঘ প্রকাশিত এক রিপোর্টে পাকিস্তানকে এভাবেই সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালের বন্যার কারণে পাকিস্তান খাদ্য নিরাপত্তা এমনিতেই ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দেশটিতে যেভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট লেগে রয়েছে, তাতে সামনের মাসগুলো আরও ভয়াবহ হতে চলেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে ওই রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে ক্রমবর্ধমান সরকারি ঋণ পাকিস্তানে চলমান আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: