odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ফাঁকা হচ্ছে ঢাকা

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৬:০৭

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৬:০৭

আসন্ন কোরবানি ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফাঁকা হতে শুরু করেছে জনবহুল এই রাজধানী ঢাকা। সেই সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে কমলাপুর রেল স্টেশন, সদরঘাটসহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, ঈদযাত্রায় আজ বৃহস্পতিবার কমলাপুরে মানুষের উপস্থিতি অন্যদিনগুলোর তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছে আজ। সকাল থেকে কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেনের মধ্যে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই ট্রেনগুলোর ছাদে তিল ধারণের ঠাঁই ছিল না।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে, প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট সময়ে ছাড়তে না পারলেও বেশি ভোগান্তি পেতে হচ্ছে না যাত্রীদের।তবে যাত্রিরা বলছেন, প্রতি বছরই দুই ঈদে এমন ভোগান্তি অব্যহত রয়েছে। যদিও একটু ভোগান্তি হচ্ছে তবে বাড়ি ফিরতে পারলে সব ভোগান্তি শেষ হয়ে যাবে বলে তারা মনে করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: