odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

কলমাকান্দায় অভাবের তাড়নায় বৃদ্ধের আত্নহত্যা

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ৩ June ২০২৩ ০৪:২৬

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩ June ২০২৩ ০৪:২৬

নেত্রকোনা জেলার কলমাকান্দায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আলাল উদ্দিন (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঋণ, অভাব-অনটন আর টানাপোড়েনে হতাশাগ্রস্ত হয়ে আলাল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর এলাকার একটি জঙ্গল থেকে তার উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলাল উদ্দিন স্থানীয় বরুয়াকোনা বাজারের উদ্দেশে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় রাতে তার স্ত্রীসহ বাড়ির লোকজন নানান জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি আলালের। শুক্রবার সকালে গ্রামের ছেলে মেয়েরা আম কুড়াতে গিয়ে জঙ্গলের মেরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আলালের মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকারের আশপাশের লোকজন ছুটে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, আলাল উদ্দিনের নিজের ভূমি ও ঘর কিছুই নেই।ঋণ, অভাব অনটন আর টানাপোড়েনে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর আগেও একবার আলাল আত্মহত্যা করতে চেয়েছিলেন। 

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: