odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মেসিকে বিদায়ী সম্ভাষণ দিয়ে নেইমারের পোস্ট

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ June ২০২৩ ০৬:০০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ June ২০২৩ ০৬:০০

বার্সেলোনায় খেলেছেন একসঙ্গে। তখন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে নেইমার পিএসজিতে যোগ দিলে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বন্ধুত্বের বিচ্ছেদ কখনই হয়নি।

তাই বার্সা ছেড়ে মেসি পিএসজিতে পাড়ি জমালে নেইমারের আনন্দ ছিল দেখার মতো। পিএসজিতে দুই বছর একসঙ্গে কাটানোর পর ফের মেসির সঙ্গে বিচ্ছেদ হলো নেইমারের।

সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করে ব্রাজিল সুপারস্টার নেইমার লিখেছেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।

তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’


আপনার মূল্যবান মতামত দিন: