odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কে ছড়িয়ে পড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ June ২০২৩ ০১:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ June ২০২৩ ০১:৫৯

কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে । এ অবস্থায় মেয়র এরিক অ্যাডামস নগরবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে এরই মধ্যে দাবানলের কারণে হাজার হাজার কানাডীয় নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ নিয়ে জারি করার সতর্কতার আওতায় পড়েছে।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে বিমান ওঠা–নামায় দেরি হয়। আগে থেকে নির্ধারণ করা বিভিন্ন খেলার ম্যাচ স্থগিত করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: