odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

না ফেরার দেশে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ June ২০২৩ ০১:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ June ২০২৩ ০১:৩৪

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। দেশটির রাজধানী মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সী এ নেতার মৃত্যু হয়। 

বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: