odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ June ২০২৩ ০০:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ June ২০২৩ ০০:০২

উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার (১৮ জুন) রাত থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বাড়তে থাকে এবং আজ সোমবার সকাল ৬টার পর বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও ১০টার পর থেকে তা কমতে শুরু করে এবং দুপুর ১২টায় পানি কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এদিকে, পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: