odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ June ২০২৩ ১৭:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ June ২০২৩ ১৭:১৪

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৬টা পর্যন্ত।

সব কটিতেই ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। সিলেট ও রাজশাহী সিটির ভোট পর্যবেক্ষণে ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে তিন হাজার ২০৬টি সিসিটিভি। 

রাজধানীর নির্বাচন ভবন থেকে নির্বাচন কমিশনাররা ওই সব সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আজ এই দুই সিটির নির্বাচন হচ্ছে সর্বশেষ বড় নির্বাচন।



আপনার মূল্যবান মতামত দিন: