odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ June ২০২৩ ১৯:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ June ২০২৩ ১৯:৩৭

ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি জার্মান বুক ট্রেডের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার পেয়েছেন।

সাহিত্যকর্ম ও জীবনের প্রতি হুমকি থাকার পরেও ইতিবাচক মনোভাবের কারণে তিনি এই পুরস্কারে ভূষিত হন। আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্ট থেকে তিনি পুরস্কার গ্রহণ করবেন।


জার্মান বুক ট্রেড কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ১৯ জুন সালমান রুশদির বয়স ৭৬ বছর পূর্ণ হয়। এই উপলক্ষে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।


সালমান রুশদিকে স্বাধীন চিন্তা ও মতপ্রকাশকারীদের অবিচল রক্ষক আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, ১৯৮১ সালে মিডনাইটস চিলড্রেন উপন্যাস প্রকাশের সময় থেকে সালমান অভিবাসন ও বিশ্বরাজনীতির ব্যাখ্যা দিয়ে সবাইকে বিস্মিত করে চলেছেন। তিনি প্রজ্ঞা ও রচনায় মুনশিয়ানা দেখিয়েছেন। তার কাজ সমাজবিধ্বংসী নিপীড়ক গোষ্ঠীর বর্ণনা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: