odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

বিক্রি হবে মাইকেল জ্যাকসনের হ্যাট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ June ২০২৩ ১৭:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ June ২০২৩ ১৭:৫৭

কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের কালো রঙের হ্যাট (টুপি) নিলামে উঠতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে হ্যাটটি নিলামে তোলা হবে। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে। 


১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন জ্যাকসন। গান পরিবেশনের সময় তিনি ‘মুনওয়াক’ নাচ করেন, পরবর্তী যা তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।


আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: