odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ইকুয়েডরের কারাগারে তিন বন্দির ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৩:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ০৩:১৯

ইকুয়েডরের একটি কারাগার থেকে তিনজন বন্দিকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। কারাগারটিতে ২০২১ সাল থেকে দুর্বৃত্তদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসিকিউটরের কার্যালয় টুইটারে বলেছে, মৃতদেহগুলো শনাক্ত করা হয়েছে এবং রাজধানী কিটোর দক্ষিণাঞ্চলীয় রিওবাম্বা নগরীর প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী মর্গে স্থানান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ আগের দিন কারাগারে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, মাদক, অ্যালকোহল এবং ছুরি বাজেয়াপ্ত করে।


বুধবার ফাঁসিতে ঝুলানো তিনজন মৃত বন্দি অপরাধী গোষ্ঠীর সদস্য কিনা সেই সম্পর্কে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: