odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

যুক্তরাষ্ট্রে ২ বছরের ছেলের গুলিতে নিহত অন্তঃসত্ত্বা মা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ১৬:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ১৬:১৯

যুক্তরাষ্ট্রের ওয়াইও অঙ্গরাজ্যের নরওয়াক শহরে ২ বছরের শিশুর ছোড়া গুলিতে অন্তঃসত্ত্বা মা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ৩১ বছর বয়সি মায়ের সঙ্গে সঙ্গে গর্ভে থাকা অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে। 

গত ১৬ জুন দুপুর ১টার পরপরই পুলিশের নম্বরে কল করেন এক অন্তঃসত্ত্বা নারী, যার দুই বছর বয়সি ছেলে তার পিঠে গুলি করেছিল। ফোন করেই ওই নারী জানিয়েছিলেন, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য জানায়। এর কিছুক্ষণ পরই বাড়ির বাইরে থাকা ওই নারীর স্বামী ৯১১ জরুরি নম্বরে কল করেন এবং চিৎকার করে সহযোগিতার আহ্বান জানান।


পুলিশ কর্মকর্তারা বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল। ভেতরে ঢুকে পুলিশ মা এবং তার ছেলেকে মূল শয্যা কক্ষের সামনের সিঁড়িতে দেখতে পায়। সেখানেই একটি পিস্তলও পড়ে ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: