odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

গাজীপুরে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:২৪

গাজীপুরের জয়দেবপুরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বেবি বেগম (৫০) মারা গেছেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তাঁর নাতনি সানজিদা (১৩) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৮ জুন দুপুরে স্কুল ছুটির পর নানি বেবি বেগমের সঙ্গে বাসায় ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা।

এ সময় নরসিংদী জেলার মনোহরদী থানার অর্জনচর গ্রামের সুলতান ফরিকরের ছেলে মো. শুভ মিয়া ও ময়মনসিংহের ভালুকা থানার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে সাব্বির (২৬) নানি ও নাতির ওপর পেট্রল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তারা গুরুতর দগ্ধ হয়।

ওই দিনই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানিয়েছেন, নানি-নাতনি দুজনেরই শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

পুলিশ জানায়,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: