odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মিশিগানে স্ট্রিট পার্টিতে গুলি, নিহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:৩০

যুক্তরাষ্ট্রে মিশিগানে একটি স্ট্রিট পার্টিতে গুলির ঘটনায় দু'জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সাগিনাওয়ে অঙ্গরাজ্যের একটি বড় স্ট্রিট পার্টিতে এই ঘটনা ঘটে।


মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। ৯১১ নাম্বারে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে যখন গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন এবং এরপরই সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হন। রাতের ওই স্ট্রিট পার্টিতে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: