odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গ্রিসে নৌকাডুবি,মৃত শরণার্থীর অর্ধেকই পাকিস্তানি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ June ২০২৩ ২০:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ June ২০২৩ ২০:৫৫

দক্ষিণ গ্রিসের ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী নিয়ে ডুবে যাওয়া নৌকায় থাকা প্রায় ৭০০ জনের মধ্যে অর্ধেকই ছিল পাকিস্তানি নাগরিক। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তত ৩৫০ জন যাত্রী ছিল পাকিস্তানের।

জাতীয় পরিষদে দেওয়া ভাষণে রানা সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকাডুবিতে ৩০০ জনের বেশি নাগরিক মারা গেছেন। গত ১৪ জুন এই দুর্ঘটনা ঘটে।

 

উদ্ধারকৃত মৃতদেহের শনাক্তকরণে ডিএনএ টেস্ট করা হবে। এ জন্য ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি এবং ফরেনসিক ল্যাবরেটরি তাদের বাবা-মা এবং শিশুদের নমুনা সংগ্রহ করেছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: