odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

হন্ডুরাসে বিলিয়ার্ড হলে ঢুকে ১১ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:৩৬

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি বিলিয়ার্ড হলে ঢুকে ১১ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার নিকটবর্তী চোলোমা শহরে এ ঘটনা ঘটে।

দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র মিগুয়েল মার্টিনেজ জানান, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী।


অনলাইনে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে বিলিয়ার্ড হলের ভেতরে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, যেখানে লোকজন জন্মদিনের একটি অনুষ্ঠান উদযাপন করছিলেন। বন্দুকধারীরা সেখানে ঢুকে গুলি চালানো শুরু করেন, জানান প্রত্যক্ষদর্শীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: