odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

জন্মদিনে মেসির হ্যাট্রিক

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:৫১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:৫১

বিশ্বকাপ জয়ের পর নিজের প্রথম জন্মদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করতে জন্মশহর রোজারিওতে ফিরে গেছেন লিওনেল মেসি। সেখানেই শনিবার এক প্রদর্শনী ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে নিজের ৩৬তম জন্মদিন রাঙালেন আর্জেন্টাইন মহাতারকা।

মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে সাবেক-বর্তমানদের এই মিলনমেলায় দি মারিয়া, আগুয়েরোদের পাশাপাশি মাঠে নামেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। রদ্রিগেজকে শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া ম্যাচে ৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে গোলের খাতা খোলার পর প্রথমার্ধেই হ্যাটট্রিক তুলে নেন মেসি।

বিরতির পর আর মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচে শেষ পর্যন্ত ৭-৫ গোলে জিতেছে নিউয়েলস লিজেন্ডস। ম্যাচ শেষে রদ্রিগেজের বিদায় ও রোজারিওতে জন্মদিন উদযাপন করা নিয়ে মেসি বলেন, ‘এখানে আসার জন্য খুব সুন্দর একটা দিন ছিল এটা। দিনটা শুধুই রদ্রিগেজের। অনেক দিন পর রোজারিওতে আমার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জন্মদিন বলে এটা বিশেষ ছিল।’



আপনার মূল্যবান মতামত দিন: