odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ভারতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজনসহ নিহত ১২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ June ২০২৩ ০৩:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ June ২০২৩ ০৩:৩৬

ভারতের উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজনসহ ১২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে।


রোববার গভীর রাতে উড়িষ্যার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সাথে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।


বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

সূত্র জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য ও তাদের আত্মীয়-স্বজন রয়েছেন। বেরহামপুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে দিগাপাহান্ডির কাছে খান্দাদেউলিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

 



আপনার মূল্যবান মতামত দিন: