odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ভাগনারের বিরুদ্ধে অভিযোগ নেই রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ June ২০২৩ ২৩:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ June ২০২৩ ২৩:৪০

সশস্ত্র বিদ্রোহের ঘটনায় বেসরকারি সামরিক বাহিনী ভাগনার গ্রুপ ও এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাশিয়ার। প্রিগোজিনের নেতৃত্বে অনুষ্ঠিত ওই ভাড়াটে বাহিনীর সশস্ত্র বিদ্রোহের ঘটনায় অভিযোগ প্রত্যাহার করে তদন্ত বন্ধ করেছে রাশিয়ান কর্তৃপক্ষ।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, বিদ্রোহের ঘটনায় সম্পৃক্তরা ‘অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল’।

এর আগে শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর দিকে এগুতে থাকেন। গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়।

পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেন ইয়েভগেনি প্রিগোজিন। সে সময় ‘রক্তপাত এড়াতে’ প্রিগোজিন ও তার বাহিনীর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিল রাশিয়ান কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: