odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

পুতিনের 'পতনঘণ্টা' বেজে গেছে: কিয়েভ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ June ২০২৩ ২৩:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ June ২০২৩ ২৩:৩১

ভাগনার গ্রুপের বিদ্রোহ প্রমাণ করে পুতিনের 'পতনঘণ্টা' বেজে গেছে বলে মন্তব্য করেছেন কিয়েভ কর্মকর্তারা। তারা বলেন, ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা পুতিনের কৌশলগত বড় একটি ভুল। আর এই নাটকীয়তার জেরেই পুতিনের পতন ঘটবে। 


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক বলেন, 'আমি মনে করি, পুতিনের পতনের কাউন্টডাউন শুরু হয়েছে।'


এক বিফ্রিংয়ে কিয়েভ জানায়, রাশিয়া প্রথম ইউক্রেনে আক্রমণ করে ক্রিমিয়া উপদ্বীপ দখল করার জন্য। ২০১৪ সাল থেকে ইউক্রেন যা দেখছে- তা পুরো বিশ্বের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: