odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২৯ June ২০২৩ ০৪:২২

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ June ২০২৩ ০৪:২২

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শাহা বাড়ি থেকে বুধবার (২৮ জুন) বিকাল ৪ টায় উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। উল্টো রথটি শাহা বাড়ি থেকে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় কালী বাড়িতে এসে শেষ হয়।

এ সময় কেন্দ্রীয় কালী বাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান, ৭ দিন আগে রথের ঠাকুরকে এনে শাহা বাড়িতে রাখা হয়েছে। আজ শাহা বাড়ি থেকে আবার কেন্দ্রীয় কালীতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়ার আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গলাচিপা উপজেলা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সঞ্জয় কুমার দাস, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারণ ভক্তরা। কেন্দ্রীয় কালী বাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক জানান, আমরা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর যেন সকল মানুষকে ভাল রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: