odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বাইডেনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ প্রোগ্রাম আটকে দিলেন সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ July ২০২৩ ১৩:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ July ২০২৩ ১৩:৫৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত শিক্ষার্থীদের ঋণ মওকুফের সিদ্ধান্তটি আটকে দিলেন সুপ্রিম কোর্ট। বাইডেনের এ পরিকল্পনার লক্ষ্য ছিল একজন শিক্ষার্থী ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ পাবেন। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে বাইডেনের এ প্রোগ্রাম আটকে গেলো।

প্রধান বিচারপতি জন রবার্টস ৬-৩ ব্যবধানে সংগরিষ্ঠতার ভিত্তিতে এ স্থগিতাদেশ দেন।

বেশ কিছুদিন ধরে দেশটির শিক্ষার্থীরা ঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিলেন। তাদের এ দাবির প্রেক্ষাপটে ব্যবস্থা নিয়েছে বাইডেন প্রশাসন।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছিলেন। বাইডেনের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির অধিকারকর্মী ও আইনপ্রণেতারা। তবে তারা বলছেন এ পদক্ষেপ যথেষ্ট নয়।

বাইডেনের ওই পরিকল্পনা অনুসারে, নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। আর যারা ওই অনুদান পাননি, তারা ১০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবেন। তবে এখানে একটি শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ সুবিধা তারাই পাবেন, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম।



আপনার মূল্যবান মতামত দিন: