odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

অস্ত্রের অভাবে পাল্টা আক্রমণে ধীরগতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ July ২০২৩ ১৬:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ July ২০২৩ ১৬:৪৬

পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের অভাবে মন্থর গতিতে এগোচ্ছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণ। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র কিংবা বন্দুকের গুলি– কোনো কিছুই নেই পর্যাপ্ত পরিমাণে।

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি।

মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য এখনও অপেক্ষায় কিয়েভ। জালুঝনি বলেন, আমাদের ১২০টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেব না আমরা। এফ-১৬ আমাদের প্রয়োজন, কেননা আর কোনো পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।

জালুঝনি জানিয়েছেন, পেন্টাগনের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। তবে পাল্টা আক্রমণের গতি নিয়ে অনেকে অধৈর্য হয়ে উঠেছেন বলে স্বীকার করেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: