odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

বিশ্বের বিশ্বস্ততম কুকুরের শততম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ July ২০২৩ ১৮:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ July ২০২৩ ১৮:৩১

সিনেমার পোস্টারে চীনা ভাষায় যে স্লোগানটি লেখা, তাতেই সব কথা বলা হয়ে গেছে– আমি তোমার জন্য অপেক্ষা করব, যত দীর্ঘ সময়ই অপেক্ষায় থাকতে হোক না কেন। এই চলচ্চিত্র হাচিকো নামের বিশ্বস্ত কুকুরের সত্য জীবনকাহিনী নিয়ে। কুকুরটি তার মনিবের মৃত্যুর বহু বছর পরও প্রতিদিন জাপানের এক ট্রেন স্টেশনে অপেক্ষায় থাকত।

ক্রিম-হোয়াইট রঙের কুকুরটি ছিল আকিতা ইনু জাতের, এর জন্ম ১০০ বছর আগে। এই কুকুরের কাহিনি নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র, লেখা হয়েছে অনেক বই, একে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়েছে ভাস্কর্য।


প্রভুভক্ত কুকুর নিয়ে আরও অনেক কাহিনি হয়তো আছে, কিন্তু হাচিকোর মতো আর কোনো কুকুরের গল্প বিশ্বজুড়ে এতটা প্রভাব ফেলেনি।
টোকিওর শিবুয়া স্টেশনের বাইরে ১৯৪৮ সাল থেকে হাচিকোর একটি ব্রোঞ্জ মূর্তি আছে। এই স্টেশনের বাইরেই হাচিকো তার মনিবের জন্য বহুদিন ব্যর্থ প্রতীক্ষায় সময় কাটিয়েছে।

ইউনিভার্সিটি অব হাওয়াইর প্রফেসর ক্রিস্টিন ইয়ানো বলেন, হাচিকো তার প্রশ্নহীন আনুগত্য এবং ভক্তির কারণে যেন এক আদর্শ জাপানি নাগরিকের প্রতিমূর্তি।

হাচিকোর জন্ম ১৯২৩ সালের নভেম্বরে জাপানের আকিতা প্রিফেকচারের ওডেট শহরে। আকিতা ইনু জাতের কুকুরের আদি জায়গা এটি। ১৯৩৫ সালের ৮ মার্চ হাচিকো মারা যায়। এর মৃত্যুর খবর অনেক জাপানি সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিল। এর শেষকৃত্য অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা করেছিলেন এবং গণ্যমান্য লোকজন এসে এর প্রশংসা করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন: