odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গণহত্যার দায় সু চি সরকারের: আন্তর্জাতিক আদালত

ডেক্সবার্তা | প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৫০

ডেক্সবার্তা
প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৫০

রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার অপরাধে মিয়ানমার সরকারক ও সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করেছে কুয়ালালামপুরের ‘আন্তর্জাতিক গণ-আদালত’।

দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, টানা পাঁচ দিনের শুনানি শেষে রোমভিত্তিক সংগঠন পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালের (পিপিটি)  সাত ‘বিচারকের’ প্যানেল শুক্রবার এই রায় ঘোষণা করে।

এই রায় মানার কোনো আইনি বাধ্যবাধকতা কারও নেই। বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ তদন্ত-প্রক্রিয়ায় যুক্ত আইনবিদ, অধিকারকর্মী ও গবেষকরা এই গণ আদালতে মিলিত হয়েছিলেন মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর চলমান দমনাভিযান বন্ধের দাবিতে।



আপনার মূল্যবান মতামত দিন: