odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

তীব্র গরমে রাতে চাষাবাদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ July ২০২৩ ১৮:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ July ২০২৩ ১৮:০০

রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে ধান লাগাচ্ছেন ভিয়েতনামের কৃষকরা। অন্ধকারেই বুনছেন তাদের জীবিকার বীজ। চাষের এ মৌসুমে এখন ঘুম হারাম চাষিদের। টর্চ-চার্জার লাইট নিয়ে দল বেঁধে চলে আসেন মাঠে। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও অংশ নেন এ কাজে।

শখের বসে নয়, বিপদে পড়ে। গ্রীষ্মের উত্তাপে দিনের বেলা মাঠে যাওয়া অসম্ভবপর হয়ে উঠেছে দেশটিতে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের সবখানেই একই দৃশ্য। রেকর্ড উচ্চ তাপমাত্রা কৃষকদের জীবনকে যেন আরও দূর্বিষহ করে তুলছে।

দিনের বেলা তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাত বাড়তে বাড়তে অনেকটাই কমে আসে তাপ। তখনই মাঠে ছুটে যান চাষিরা। দিনের বেলা থেকে রাতের পরিবেশটা খানিকটা স্বস্তির হলেও পর্যাপ্ত আলো না থাকায় ধান লাগানো সঠিক সরলরেখায় না হওয়ার সম্ভাবনাই থাকে অনেক বেশি।

সূর্যের চোখ রাঙানি এড়িয়ে দিন-রাতের দুই বেলা কাজ করেন কৃষকরা। বিকাল ৪টা থেকে রাত ৯টা। আবার ভোর ৩টা থেকে সকাল ৯টা।



আপনার মূল্যবান মতামত দিন: