odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাকায় ভারতের পররাষ্ট্র স‌চিব সৌরভ কুমার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ July ২০২৩ ১৬:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ July ২০২৩ ১৬:৫৫

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দ‌রে সৌরভ‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ।

বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা। প‌রে বিমসটেকের কার্যাল‌য়ে যা‌বেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমা‌নে ঢাকায় না থাকায় সে‌টি হ‌চ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: