odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ২১:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ২১:০৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তিনজন পুরুষ ও একজন নারীকে গুলি চালিয়ে হত্যা করায় সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছে পলিশ। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আন্দ্রে লংমোর (৪০)। কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টা থেকে প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) দক্ষিণে হ্যাম্পটন শহরে শনিবার সকালে এই গুলির ঘটনা ঘটে।

এই ঘটনায় কর্তৃপক্ষ ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি। শুধু তারা তাদের পরিবারকে জানানোর চেষ্টা করছে।

বেশ কিছু স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন অনুসন্ধান এবং তদন্তে সহায়তা করছে।

সূত্র : আনাদুলু



আপনার মূল্যবান মতামত দিন: