odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

গ্রামীণ ব্যাংকের ডিমলা শাখার সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ

হাছানুর রহমান, নীলফামারী প্রতিনিধি | প্রকাশিত: ১৮ July ২০২৩ ২১:৪৪

হাছানুর রহমান, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮ July ২০২৩ ২১:৪৪

'গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের চাপানীর হাট ডিমলা শাখার সদস্যদের মাঝে বিতরণ করা হলো ও ওষুধি গাছের চারা। গত কাল মঙ্গলবার গ্রামীণ ব্যাংক ডিমলা শাখার জোনের আয়োজনে ৮০০টি অফিসের সদস্যদের মাঝে ২ হাজার টি গাছের চারা বিতরণ করা হয়।

এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারি জনের হাতিবান্ধা উপজেলা এরিয়া ম্যানেজার জনাব, জাকির হোসেন গ্রামীণ ব্যাংক চাপানী হাট ডিমলা শাখার ম্যানেজার আমজাদ হোসেন। তিনি চাপানী হাট ডিমলা শাখার গ্রামীণ ব্যাংক অফিস মাঠে আলোচনাসভার আয়োজন করেন,সভায় প্রধান অতিথি হিসেবে নীলফামারী জনের কর্ণধর জনাব শম্ভুচরণ পরামানিক উপস্থিত ছিলেন।
ম্যানেজার জাকির হোসেন বলেন, 'জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। এ লক্ষে বৃক্ষ রোপণ মৌসুমে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে হাজার টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। যাতে এক খণ্ড জমিও পতিত না থাকে।

এ সময় উপস্থিত সদস্যদের বেশি করে বৃক্ষ রোপণের পরামর্শ দেন তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের অত্র শাখার অফিস কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও মোজাম্মেল হক (সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ঝুনাগাছ চাপানী শাখা), জিয়াউর রহমান প্রমুখ। এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।

সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের বৃক্ষের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলজ, বনজ ও ওষধি গাছে।



আপনার মূল্যবান মতামত দিন: