odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দৃশ্যমান পদ্মাসেতু

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৩২

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৩২

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ৪৭ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে আকাশ পরিস্কার হলো। শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যানটি বসানো হয়। এ সময় সেখানে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বব্যাংক যখন মুখ ফিরিয়ে নেওয়ায় পদ্মা সেতুর আকাশে কালোমেঘ জমে অনিশ্চতায় রূপ নেয়, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে যান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সব মিলিয়ে ৪৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ওই সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাঈদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: