odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গণহত্যার দায়ে পিরোজপুরের চারজনকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ July ২০২৩ ১৯:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ July ২০২৩ ১৯:২৫

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নানসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় এসেছে। আজ বৃহস্পতিবার চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

অন্য দণ্ডিতরা হলেন- আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং মো. নুরুল আমিন হাওলাদার। এদের মধ্যে নুরুল আমিন হাওলাদার পলাতক।

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম, তিনি একই সঙ্গে পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী। 



আপনার মূল্যবান মতামত দিন: