odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইরাকে সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ July ২০২৩ ২০:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ July ২০২৩ ২০:২৪

ইরাকের রাজধানী বাগদাদে সুইডেনের দূতাবাসে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। সুইডেনে আবারো কোরআন শরীফ পোড়ানোর একটি কর্মসূচির অনুমতি দেয়ার পর এই অগ্নিসংযোগ করা হয়।

এএফপি’র একজন সংবাদদাতা জানান, সুইডিশ দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং এখনো অনেক বিক্ষোভকারী ঘটনাস্থলে রয়েছে। সেখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবাদকারী হাসান আহমেদ বলেন, ‘আজ আমরা পবিত্র কোরআন পোড়ানের নিন্দা জানাতে একত্রিত হয়েছি যা আমাদের কাছে ভালবাসা ও বিশ্বাসের বিষয়।’

তিনি আরো বলেন, ‘আমরা সুইডিশ সরকার এবং ইরাকের সরকারের কাছে এই ধরনের উদ্যোগ বন্ধ করার দাবি করছি।’



আপনার মূল্যবান মতামত দিন: