odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসলো রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ২১:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ২১:৩৪

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে সরে গেছে মস্কো। এর পর ওদেসাসহ ইউক্রেনের বন্দরগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এমনকি নতুন করে চুক্তিতে ফিরতে বেশ কয়েকটি শর্তও দিয়ে রেখেছে রাশিয়া। 

এ পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি অর্থহীন হয়ে পড়েছিল বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ওই চুক্তির মানবিক উদ্দেশ্য পূরণ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনীয় শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করা কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করেছে কারণ এই চুক্তিটি তার অর্থ হারিয়েছে। সোমবার ভোরে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এ কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: