odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাজধানীতে এবি পার্টির অবস্থান কর্মসূচির ডাক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ July ২০২৩ ২১:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ July ২০২৩ ২১:২২

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ কর্মসূচি।

বুধবার দলটির মিডিয়া  টিমের সদস্য আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি পালন করবে দলটি।

এতে উপস্থিত থাকবেন এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: